পুঁথি সাহিত্যের আদি কবি কে ?
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের আদি কবি কে ?
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের আদি কবির নাম কি ?
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে ?
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ?
ক. ফকির গরীবুল্লাহ
খ. বড়ু চন্ডীদাস
গ. লুইপা
ঘ. শাহ মোহাম্মদ সগীর
উত্তরঃ ফকির গরীবুল্লাহ ।
ব্যাখ্যাঃ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক , জনপ্রিয় ও আদি কবি ফকির গরীবুল্লাহ । হুগলির বালিয়া - হাফিজুরের কবি ফকির গরীবুল্লাহ ( আনুঃ ১৬৮০ - ১৭৭০) আমীর হামজা রচনা করে এ কাব্যধারার সূত্রপাত করেন । তার পাঁচ খানি কাব্যের সন্ধান পাওয়া গিয়েছে । সেগুলো হলোঃ ইউসুফ জোলায়খা , সোনাভান , জঙ্গনামা , সত্যপীরের কথা এবং আমির হামজা ( ১ম খন্ড ) ।