বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মেয়াদকাল ?
প্রশ্নঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মেয়াদকাল ?
ক. ১৫
খ. ১৮
গ. ১০
ঘ. ৫
উত্তরঃ (ক) ১৫ বছর ।
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মেয়াদকাল ১৫ বছর । এটি ২০১৮ সালের ১১ মে ( বাংলাদেশ সময় ১২মে) কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয় ।