রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি ?
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি ?
ক. বৌ ঠাকুরানীর হাঠ
খ. করুণা
গ. চোখের বালি
ঘ. যোগাযোগ
উত্তরঃ বৌ ঠাকুরানীর হাঠ
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস " বৌ ঠাকুরানীর হাঠ " । যদিও " বৌ ঠাকুরানীর হাঠ " উপন্যাসের পূর্ববতী ছিল " করুণা " উপন্যাস । কিন্তু " করুণা " উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি বলে " বৌ ঠাকুরানীর হাঠ " উপন্যাসটিকেই রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস হিসেবে ধরা হয় ।