চাঁদ এর সমার্থক শব্দ কি ?
প্রশ্নঃ চাঁদ এর সমার্থক শব্দ কি ?
ক. নিশাকর
খ. শশাঙ্ক
গ. চন্দ্র
ঘ. সোম
উত্তরঃ উপরের সবগুলো ।
ব্যাখ্যাঃ চাঁদ এর সমার্থক বা প্রতিশব্দঃ-
১. ইন্দু
২. সুধাংশু
৩. সিতাংশু
৪. চন্দ্র
৫. সোম
৬. হিমাংশু
৭. হিমকর
৮. নিশাপতি
৯. নিশাকর
১০. বিধু
১১. সুধাকর
১২. শশাঙ্ক
১৩. শশধর
১৪. শশী
১৫. চন্দ্রমা
১৬. মৃগাঙ্ক
১৭. দ্বিজরাজ
১৮. রজনীকান্ত
১৯. কলানাথ
২০. কলানিধি
২১. কুদুমনাথ
২২. সিতকর
২৩. তারাপতি
২৪. তারানাথ
২৫. রাকেশ
২৬. নিধি
২৭. জ্যােৎস্নানাথ
২৮. সুধাময় প্রভৃতি ।