রুয়ান্ডার রাজধানীর নাম কি ?
প্রশ্নঃ রুয়ান্ডার রাজধানীর নাম কি ?
প্রশ্নঃ রুয়ান্ডা এর রাজধানী কোনটি ?
ক. কিগালি
খ. কেপ টাউন
গ. হারারে
ঘ. উইন্ডহোক
উত্তরঃ কিগালি ।
ব্যাখ্যাঃ রুয়ান্ডার রাজধানীর নাম কিগালি । রুয়ান্ডা আফ্রিকার পূর্ব - মধ্যাংশের একটি রাষ্ট্র । এদেশে প্রায় ৮০ লাখ লোকের বাস । এদেশের উর্বর ও পাহাড়ি ভূমির কারণে এর নামকরণ করা হয়েছে হাজার পাহাড়ের দেশ । দেশটি ১৯৯৪ সালের ভয়াবহ জাতিগত দাঙ্গা ও গৃহযুদ্ধের কারণে সারা বিশ্বের নজরে আসে ।