বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে ?

প্রশ্নঃ  বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে ? 

প্রশ্নঃ  বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে ? 


ক.  ১৯৮৫

খ.  ১৯৮৮

গ.  ১৯৭৯

ঘ.  ১৯৭৫


উত্তরঃ  ১৯৮৮ সাল থেকে  । 


ব্যাখ্যাঃ  বাংলাদেশ  ১৯৮৮  সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করছে । জাতিসংঘ তথ্য কেন্দ্র প্রকাশিত ' বাংলাদেশ ও জাতিসংঘঃ   সহযোগিতার ৩ দশক ' সাময়িকী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রকাশিত ক্রোড পত্র অনুসারে বাংলাদেশ ১৯৮৮ সালে UNIMOG ও  UNTAG এ যোগদানের মধ্য দিয়ে প্রথম শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে   । 

Next Post Previous Post