আফগানিস্তানের মুদ্রার নাম কি৷?

প্রশ্নঃ  আফগানিস্তানের মুদ্রার নাম কি ? 

প্রশ্নঃ  আফগানিস্তান এর মুদ্রা কোনটি ? 


ক.  ডলার 

খ.  আফগানি

গ.  রুপি 

ঘ.  টাকা 


উত্তরঃ  আফগানি    । 


ব্যাখ্যাঃ  আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি । ১ আফগান আফগানি বাংলাদেশী প্রায়  ১.১৫  টাকা  । তবে আন্তর্জাতিক মুদ্রার মান সর্বদায় পরিবর্তনশীল । আফগানিস্তান হলো পাহাড়ি স্থলবেষ্টিত একটি দেশ । আফগানিস্তানকে অনেক সময় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও গণ্য করা হয়     । 


Next Post Previous Post