নেপালের মুদ্রার নাম কি ?
প্রশ্নঃ নেপালের মুদ্রার নাম কি ?
প্রশ্নঃ নেপাল এর মুদ্রা কোনটি ?
ক. বাত
খ. রুপি
গ. টাকা
ঘ. পেসো
উত্তরঃ রুপি ৷
ব্যাখ্যাঃ নেপালের মুদ্রার নাম রুপি । ১ নেপালি রুপি বাংলাদেশী প্রায় ০.৭৮ টাকা । তবে আন্তর্জাতিক মুদ্রার মান সর্বদায় পরিবর্তনশীল । নেপাল হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ । নেপাল ও চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০টি পর্বতের ৮ টিই অবস্থিত । এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত ।