যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত ?
প্রশ্নঃ যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত ?
প্রশ্নঃ যথারীতি কোন সমাস ?
ক. দ্বিগু
খ. অব্যয়ীভাব
গ. বহুব্রীহি
ঘ. দ্বন্দ
উত্তরঃ অব্যয়ীভাব ।
ব্যাখ্যাঃ যথারীতি অব্যয়ীভাব সমাস । পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রধান্য থাকে , তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে । যেমন - রীতিকে অতিক্রম না করে = যথারীতি , বেলাকে অতিক্রান্ত = উদ্বেল , জীবন পর্যন্ত = আজীবন ইত্যাদি ।