জলধি শব্দের অর্থ কি ?

প্রশ্নঃ  জলধি শব্দের অর্থ কি ? 

প্রশ্নঃ  জলধি শব্দের সমার্থক শব্দ কোনটি ? 

প্রশ্নঃ  জলধি শব্দের প্রতিশব্দ কি ? 


ক.  পানি 

খ.  সমুদ্র 

গ.  নদী 

ঘ.  সূর্য 


উত্তরঃ  সমুদ্র    । 


ব্যাখ্যাঃ  জলধি শব্দের অর্থ  ' সমুদ্র ' । জলধি শব্দের অন্যান্য সমার্থক বা প্রতিশব্দ শব্দ গুলো হলো  -  সাগর , অর্ণব , সিন্ধু , বারিধি , উদধি , পয়োধি , বারিশ , বারিন্দ্র  , অম্বুধি , অম্বুনিধি , রত্নাকর ,জলনিধি , পয়োনিধি , বারিনিধি , পাথার , জলধর , পারাবার , নীলাম্বু   ইত্যাদি   । 



Next Post Previous Post