২০২২ সালের বিশ্বের সেরা গোলকিপার কে ?
প্রশ্নঃ ২০২২ সালের বিশ্বের সেরা গোলকিপার কে ?
প্রশ্নঃ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল খেলায় সেরা গোলকিপার কে ?
প্রশ্নঃ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে সেরা গোলকিপার কে ?
প্রশ্নঃ কাতার বিশ্বকাপ ফুটবল - ২০২২ গোল্ডেন গ্লাভস পেয়েছেন কে ?
ক. মার্টিনেজ
খ. হুয়ামুসো
গ. ফ্রাংকো আরমানি
ঘ. জিরোনিমো রুল্লি
উত্তরঃ মার্টিনেজ ।
ব্যাখ্যাঃ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল খেলায় সেরা গোলকিপার হলো ' মার্টিনেজ ' । মার্টিনেজ এর পরো নাম ' এমিলিয়ানো মার্টিনেজ ' । তিনি বর্তমানে আর্জেন্টিনার প্রধান গোলকিপার । শুধু মার্টিনেজই নয় , আর্জেন্টিনার আরো অনেক ভালো ভালো গোলকিপার রয়েছে । তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হুয়ান মুসো , জিরোনিমো রুল্লি , ফ্রাংকো আরমানি , নাহুয়েল গুজমান , অগুস্থিন মার্চেসিন প্রভৃতি ।