২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী কে ?

প্রশ্নঃ  ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী কে ? 

প্রশ্নঃ  ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট লাভ করেন কে ? 

প্রশ্নঃ  কাতার বিশ্বকাপ ফুটবল - ২০২২ গোল্ডেন বুট বিজয়ী কে ? 


ক.  লিওনেল মেসি

খ.  কিলিয়ান এমবাপ্পে 

গ.  স্ট্রাইকার হ্যারিকেন

ঘ.  ডি মারিয়া 


উত্তরঃ  কিলিয়ান এমবাপ্পে  ৷ 


ব্যাখ্যাঃ  ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট লাভ করেন  ' কিলিয়ান এমবাপ্পে ' । ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন । তার বাবার নাম  উইলফ্রেদ । যিনি ক্যামেরুন হতে ফ্রান্সে স্থানান্তরীত হয়েছেন । কিলিয়ান এমবাপ্পে একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড় ।  ২০১৮ সালের ফিফা বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন । প্রাক্তন খেলোয়াড় আর্সেন ওয়েঙ্গার তাকে বিশাল ফুটবল প্রতিভা বলে বর্ণনা করেছেন  । কিলিয়ান এমবাপ্পে ২ ডিসেম্বর ২০১৫ সালে অভিষেক হয়েছিল   । 


Next Post Previous Post