ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে ?

প্রশ্নঃ  ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে ? 

প্রশ্নঃ  ২০২২ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে ? 


ক.  ব্রাজিল 

খ.  আর্জেন্টিনা 

গ.  ক্রোয়েশিয়া

ঘ.  মরক্কো


উত্তরঃ  আর্জেন্টিনা   । 


উত্তরঃ  ২০২২ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল  ' আর্জেন্টিনা ' । কাতর বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন । ৪-২ গোলে ফ্রান্সকে হারায় আলবিসেলেস্তেরা । ৩৬ বছর পর ট্রফি জিতলো আর্জেন্টিনা । ১৯৭৮ সালে আর্জেন্টিনা প্রথম ট্রফি জিতে , দ্বিতীয় বার ট্রফি জিতে ১৯৮৬ সালে  । তৃতীয় বার ২০২২ সালসহ মোট ৩ বার আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়   । 

Next Post Previous Post