ফিফার বর্তমান সভাপতি কে ?
প্রশ্নঃ ফিফার বর্তমান সভাপতি কে ?
প্রশ্নঃ ফিফার বর্তমান সভাপতির নাম কি ?
প্রশ্নঃ ফিফার বর্তমান (২০২২) সভাপতি কে ?
ক. রবার্ট গুইরিন
খ. জিয়ান্নি ইনফান্তিনো
গ. ড্যানিয়েল বার্লি ওলফল
ঘ. জুলে রীমে
উত্তরঃ জিয়ান্নি ইনফান্তিনো ।
ব্যাখ্যাঃ ফিফার বর্তমান সভাপতি ' জিয়ান্নি ইনফান্তিনো ' । তিনি ২৬ ফেব্রুয়ারী, ২০১৬ সালে ফিফার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন । জিয়ান্নি ইনফান্তিনো সুইস - ইতালীয় বংশদ্ভূত । তার জন্ম ২৩ মার্চ , ১৯৭০ সালে । ফিফার প্রথম সভাপতি ছিলেন ' রবার্ট গুইরিন ' । দ্বিতীয় সভাপতি ছিলেন ' ড্যানিয়েল বার্লি ওলফল ' । তৃতীয় সভাপতি ছিলেন ' জুলে রীমে ' । ফিফা বিশ্বকাপ ফুটবল সভাপতিদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে সভাপতির দায়িত্বে ছিলেন ' জুলে রীমে ' । তিনি দায়িত্ব গ্রহণ করেন ১৯২১ সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন ১৯৫৪ সালে । প্রায় ৩৩ বছর তিনি ফিফার সভাপতির দায়িত্ব পালন করেন ।