কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে ?

প্রশ্নঃ  কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে ? 

প্রশ্নঃ  ২০২২ কাতর বিশ্বকাপে সর্বোচ্চ গোল দেন কে ? 


ক.  লিওনেল মেসি 

খ.  কিলিয়ান এমবাপ্পে 

গ.  ক্রিস্টিয়ানো রোনালদো 

ঘ.  নেইমার 


উত্তরঃ  কিলিয়ান এমবাপ্পে  ৷


ব্যাখ্যাঃ  ২০২২ কাতর বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হলেন  ' কিলিয়ান এমবাপ্পে ' । কিলিয়ান এমবাপ্পে ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন । তিনি একজন ফরাসি পেশাদার ফুটবলার । ব্যক্তিগতভাবে এমবাপ্পে বেশ কিছু পুরষ্কার অর্জন করেছেন , যার মধ্যে ২০১৭ সালে গোল্ডেন বয় , ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের সেরা যুব খেলোয়াড়ের পুরষ্কার , কোপা শিরোপা , ২০২২সালের কাতার বিশ্বকাপের গোল্ডন বুট বিজয়ী প্রভৃতি পুরস্কার লাভ করেন   । 


Next Post Previous Post