২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের উদ্ভোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ?
প্রশ্নঃ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের উদ্ভোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ?
প্রশ্নঃ ২০২২ বিশ্বকাপ ফুটবল এর প্রথম ম্যাচ কোন স্টেডিয়ামে হয় ?
ক. খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম
খ. আল - বায়েত স্টেডিয়াম
গ. আল তৃমামা স্টেডিয়াম
ঘ. আল জানোব স্টেডিয়াম
উত্তরঃ আল - বায়েত স্টেডিয়াম ।
ব্যাখ্যাঃ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের উদ্ভোধনী ম্যাচ ' আল - বায়েত স্টেডিয়ামে ' অনুষ্ঠিত হয় । ২০২২ সালের ২২ তম বিশ্বকাপ ফুটবলের উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় ২০ নভেম্বর । ২২ তম আসরটি আয়োজন করেন কাতার । উদ্ভোধনী অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন হলিউডের খ্যাতিমান অভিনেতা ' মরগ্যান ফ্রিম্যান ' । তার সাথে ছিলেন ২০ বছর বয়সী ' ঘানেম আল মুফতাহ ' ।