রাজা শব্দের সমার্থক শব্দ ?
প্রশ্নঃ রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি ?
প্রশ্নঃ রাজা শব্দের প্রতিশব্দ কি ?
ক. ভিক্ষুক
খ. সম্রাট
গ. সেনাপতি
ঘ. নায়েব
উত্তরঃ সম্রাট ।
ব্যাখ্যাঃ রাজা শব্দের সমার্থক শব্দ বা প্রতিশব্দ গুলো হলোঃ- " বাদশাহ , নরেশ , নরপতি , ক্ষিতীশ , ক্ষিতীপতি , নৃপতি , সম্রাট , রাজেন্দ্র , প্রজাপালক , ক্ষিতিপ , প্রজানাথ , ভূপ , মহীশ , রাজন্য , অধিভূ , অবনীপতি " ইত্যাদি ।