১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে ?

প্রশ্নঃ  ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে ? 

প্রশ্নঃ  পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭ টি মুসলিম আসেনর মধ্যে যুক্তফ্রন্ট আসন লাভ করে কতটি ? 


ক.  ২৩৬ টি

খ.  ২২৩ টি

গ.  ২৩৭ টি

ঘ.  ৮ টি


উত্তরঃ  ২২৩ টি আসন   । 


ব্যাখ্যাঃ  ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন লাভ করে । পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭ টি মুসলিম আসেনর মধ্যে যুক্তফ্রন্ট আসন লাভ করে ২২৩ টি আসন । অমুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল ৭২ টি । মহিলাদের জন্য সংরক্ষিত আসন ১৫ টি ছিল । ৯ টি মুসলিম ও ৬ টি অন্যান্য ছিল । 

Next Post Previous Post