মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কোথায় ?

প্রশ্নঃ  মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কোথায় ?

প্রশ্নঃ  মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল ? 


ক.  মধ্যপ্রাচ্য

খ.  মধ্য আমেরিকা

গ.  পূর্ব এশিয়া

ঘ.  পূর্ব আফ্রিকা


উত্তরঃ  খ)  মধ্য আমেরিকা   । 


ব্যাখ্যাঃ  মায়া সভ্যতা আবিষ্কৃত হয়  ' মধ্য আমেরিকায় ' ।  মেক্সিকোর দক্ষিণে এবং উত্তর -  মধ্য আমেরিকা অঞ্চলে মায়াভাষী জনগোষ্ঠীর সভ্যতাই মায়া সভ্যতা ।  অপরদিকে , মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছে মেসোপটেমীয় সভ্যতা ; পূর্ব আফ্রিকায় গড়ে উঠেছে মিশরীয় সভ্যতা এবং পূর্ব এশিয়ার জাপানের নারা শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল  ' নারা সভ্যতা '  । 

Next Post Previous Post