মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ?
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ?
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস গুলো কি কি ?
ক. নেকড়ে অরণ্য
খ. জলাংগী
গ. জাহান্নাম হইতে বিদায়
ঘ. নিষিদ্ধ লোবান
উত্তরঃ উপরের সবগুলো ।
ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস গুলো হলোঃ- নেকড়ে অরণ্য ( শওকত ওসমান রচিত ) , জাংগলী , জাহান্নাম হইতে বিদায় ( শওকত ওসমান ) , নিষিদ্ধ লোবান ( সৈয়দ শামসুল হক ) , নীল দংশন (সৈয়দ শামসুল হক ) , উপমহাদেশ ( আল - মাহমুদ ) , কাবিলের বোন (আল - মাহমুদ ) , রাইফেল রোটি আওরাত (আনোয়ার পাশা ) , আগুনের পরশমণি ( হুমায়ুন আহমেদ ) প্রভৃতি ।