যাযাবর কার ছদ্মনাম ?

প্রশ্নঃ  যাযাবর কার ছদ্মনাম ? 


ক.  বিনয় মুখোপাধ্যায়

খ.  সমরেশ বসু 

গ.  শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

ঘ.  প্রমথ চৌধুরী


উত্তরঃ  ক) বিনয় মুখোপাধ্যায় 


ব্যাখ্যাঃ  যাযাবর  " বিনয় মুখোপাধ্যায় "  ছদ্মনাম । বিনয় মুখোপাধ্যায়  ( ১০ জানুয়ারি ১৯০৮ - ২২ অক্টোবর ২০০২ ) একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক ,  সাংবাদিক ও প্রাবন্ধিক । তিনি ' যাযাবর ' ছদ্মনাম ছাড়াও আরো একটি ছদ্মনাম ব্যবহার করতেন আর সেটি হলো  ' শ্রীপথচারী '  । 


 



Next Post Previous Post