' চর্যাপদের ' প্রাপ্তি স্থান কোথায় ?

প্রশ্নঃ  ' চর্যাপদের '  প্রাপ্তি স্থান কোথায় ?

প্রশ্নঃ  চর্যাপদ কোথায় পাওয়া যায় ? 


ক.  ভুটান 

খ.  উড়িষ্যা 

গ.  নেপাল 

ঘ.  বাংলাদেশ


উত্তর:  নেপাল  । 


ব্যাখ্যাঃ  চর্যাপদের প্রাপ্তিস্থান  ' নেপালে ' ।  বাংলা সাহিত্যের আদি নিদর্শন  ' চর্যাপদ '  ।  ডঃ হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তার সম্পাদনায়  ' বঙ্গীয় সাহিত্য পরিষদ '  থেকে ১৯১৬ সালে তা গ্রান্থাকারে প্রকাশিত হয় ।  চর্যাপদের ২৩  ( মতান্তরে ২৪ )  জন কবির মোট ৫০টি ( মতান্তরে ৫১ টি )  পদ বা গান রয়েছে । 

Next Post Previous Post