বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয় ?

প্রশ্নঃ  বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয় ? 

প্রশ্নঃ  বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয় ? 


ক.  ১৯৯৭

খ.  ১৯৯৬

গ.  ১৯৯৮

ঘ.  ২০০১


উত্তরঃ  গ)  ১৯৯৮ সালে  । 


ব্যাখ্যাঃ  বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়  ' ১৯৯৮ সাল '  থেকে  । বাংলাদেশ সরকার ১৯৯৭ - ৯৮ অর্থবছরে  ' বয়স্কভাতা  ' কর্মসূচি প্রবর্তন করে এবং এর কার্যক্রম শুরু বা চালু হয় এপ্রিল ১৯৯৮ থেকে ।  এ কর্মসূচির উদ্দেশ্য হল দেশের দুর্দশাগ্রস্ত , অবহেলিত , আর্থিক দৈন্যে জর্জরিত বয়ষ্ক জনগোষ্ঠীর অর্থ - সামাজিক অবস্থাকে বিবেচনা করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা  । 

Next Post Previous Post