নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী কোন পুথি আবিষ্কার করেন ?

প্রশ্নঃ  নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী কোন পুথি আবিষ্কার করেন ?


ক.  চর্যাপদ

খ.  শ্রীকৃষ্ণকীর্তন

গ.  পদ্মাবতী

ঘ.  মহাভারত 


উত্তরঃ  ক) চর্যাপদ  । 


ব্যাখ্যাঃ  নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী  ' চর্যাপদ '  পুথি আবিষ্কার করেন । বাংলা ভাষা ও সঙ্গীতের প্রাচীন নিদর্শন চর্যাপদ । ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী এ পুথি নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কার করেন  । 


Next Post Previous Post