ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন ?

প্রশ্নঃ  ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন ? 


ক.  সাদেক হোসেন খোকা 

খ.  মোহাম্মদ হানিফ 

গ.  আনিসুল হক 

ঘ.  সাইড খোকন


উত্তরঃ  খ) মোহাম্মদ হানিফ । 


ব্যাখ্যাঃ  ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র  ছিলেন  ' মোহাম্মদ হানিফ  ' । মোহাম্মদ হানিফ বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন । তিনি ছিলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগরী আওয়ামী লীগের সভাপতি  । উল্লেখ্য ,  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সৃষ্টি হয় ২৯ নভেম্বর ২০১১ সালে  । দেশের ১২ তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ  । 


Next Post Previous Post