' মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ' কাব্যগ্রন্থের কবি কে ?

প্রশ্নঃ  ' মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ' কাব্যগ্রন্থের কবি কে ? 


ক.  শক্তি চট্টোপাধ্যায় 

খ.  শঙ্খ ঘোষ 

গ.  শামসুর রহমান 

ঘ.  রফিক আজাদ


উত্তরঃ  খ) শঙ্খ ঘোষ  । 


ব্যাখ্যাঃ  ' মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ' কাব্যগ্রন্থের রচয়িতা  ' শঙ্খ ঘোষ ' । তার রচিত আরো কয়েকটি কাব্যগ্রন্থ - দিনগুলি রাতগুলি , বাবরের প্রার্থনা ,  মিনিবুক ,  এখন সময় নয় ,  ধুম লেগেছে হৃদকমলে ,  গান্ধব কবিতাগুচ্ছ , বন্ধুরা মতি তরজায় । 

Next Post Previous Post