মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি ?

প্রশ্নঃ  মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি ? 


ক.  পদ্মাপুরাণ 

খ.  পদ্মাবতী 

গ.  মনসামঙ্গল 

ঘ.  মনসাবিজয়


উত্তরঃ  ক ) পদ্মাপুরাণ   । 


ব্যাখ্যাঃ  মনসাদেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম ' পদ্মাপুরাণ ' । বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য ' মঙ্গলকাব্য ' নামে পরিচিত ।  মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম ধারা মনসামঙ্গল ।  মনসামঙ্গলের অন্যতম কবি  ' বিজয়গুপ্তের ' । মনসাদেবী স্বপ্নাদেশ লাভ করে তিনি কাব্য রচনায় ব্রতী হন । তার রচিত কাব্যের নাম  ' পদ্মাপুরান ' ।  মনসামঙ্গলের আরেক কবি বিপ্রদাস পিপিলায় রচিত কাব্যের নাম ' মনসাবিজয় '  । মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি আলাওল রচিত প্রথম কাব্য  ' পদ্মাবতী '   । 

Next Post Previous Post