নীললোহিত কার ছদ্মনাম ?
প্রশ্নঃ নীললোহিত কার ছদ্মনাম ?
প্রশ্নঃ নীললোহিত কোন লেখকের ছদ্মনাম ?
ক. সমরেশ মজুমদার
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ গ) সুনীল গঙ্গোপাধ্যায় ।
ব্যাখ্যাঃ নীললোহিত ' সুনীল গঙ্গোপাধ্যায়ের ' ছদ্মনাম । বাংলা ভাষায় এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি , সাহিত্যক , ঔপন্যাসিক , ছোটগল্পাকার , সম্পাদক , সাংবাদিক , ও কলামিস্ট হিসেবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন । সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের মাদারীপুরের ডাসার উপজেলায় ।