ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে - কে এই দামাল ছেলে ?

প্রশ্নঃ  ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে - কে এই দামাল ছেলে ? 


ক. সুভাষ বসু 

খ.  কাজী নজরুল ইসলাম 

গ.  চিত্তরঞ্জন দাস

ঘ.  কামাল পাশা


উত্তরঃ  ঘ) কামাল পাশা   । 


ব্যাখ্যাঃ  ' ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে  ' -  এই দামাল ছেলে হলো  ' কামাল পাশা ' । কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থব ' অগ্নিবীণা ' ( ১৯২২ )   এ কাব্যের উল্লেখযোগ্য কয়েকটি কবিতা - বিদ্রোহী , প্রলয়োল্লাস ,  কামাল পাশা ।  কামাল পাশা কবিতাটি তিনি মোস্তফা কামালের পরিচালনায় তুরস্কের যুদ্ধ জয়ের পটভূমিকায় রচনা করেছিলেন । এ কবিতার প্রথম দুটি চরণ -  ' ঐ ক্ষেত্রে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই / অসুর - পুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই । '

Next Post Previous Post