ন্যাটোর বর্তমান মহাসচিব কে ?
প্রশ্নঃ ন্যাটোর বর্তমান মহাসচিব কে ?
প্রশ্নঃ ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম কি ?
ক. ব্লাদিমির পুতিন
খ. বান কি মুন
গ. জেসন স্টলবারবার্গ
ঘ. অ্যান্টোনিও গুতেরাস
উত্তরঃ গ) জেসন স্টলবারবার্গ ।
ব্যাখ্যাঃ ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম " জেসন স্টলবারবার্গ " । ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী । ন্যাটোর সদস্য দেশ " ৩০ টি " । এর মধ্যে ২৮টি দেশ ইউরোপের , আর বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার । সর্বশেষ যোগ দেয় উত্তর মেসিডোনিয়া ২৭ মার্চ ২০২০ সালে ।