হুতুম পেঁচা কার ছদ্মনাম ?

প্রশ্নঃ  হুতুম পেঁচা কার ছদ্মনাম ? 


ক.  সমরেশ বসু 

খ.  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ.  কালীপ্রসন্ন সিংহ 

ঘ.  বালাই চাঁদ 


উত্তরঃ  গ) কালীপ্রসন্ন সিংহ  । 


ব্যাখ্যাঃ  হুতুম পেঁচা ' কালীপ্রসন্ন সিংহ ' ছদ্মনাম । কালীপ্রসন্ন সিংহ  ( ২৩ ফেব্রুয়ারি ১৮৪০ - ২৪ জুলাই ১৮৭০ ) ছিলেন একজন ভারতীয় বাঙালী লেখক ও সমাজসেবক । বাংলা সাহিত্যে তিনি তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন । সেগুলো হলো , বৃহত্তর মহাকাব্য  ' মহাভারতের ' বাংলা অনুবাদ এবং তার বই ' হুতোম প্যাঁচার নকশা '  । 


Next Post Previous Post