ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত ?

প্রশ্নঃ  ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত ? 

প্রশ্নঃ  Trafalgar Square কোথায় অবস্থিত ? 


ক.  প্যারিস 

খ.  মস্কো 

গ.  ওয়াশিংটন 

ঘ. লন্ডন , ইংল্যান্ড


উত্তরঃ  ঘ)  লন্ডন , ইংল্যান্ড  । 


ব্যাখ্যাঃ  ট্রাফালগার স্কোয়ার  ' ইংল্যান্ডের লন্ডনে ' অবস্থিত । ট্রাফালগার উপদ্বীপ স্পেনে অবস্থিত হলেও ১৮০৫ সালে ইংল্যান্ড ও ফ্রান্স ট্রাফালগার যুদ্ধে জড়িয়ে পড়ে । আর সেই যুদ্ধের স্মৃতি বিজড়িত ট্রাফালগার স্কোয়ারটি ইংল্যান্ডে অবস্থিত । অন্যদিকে ,  রেড স্কোয়ার মস্কোতে ; লাফাইয়েত্তি স্কয়ার ওয়াশিংটনের এবং বেইজিং - এ অবস্থিত তিয়েন আনমেন স্কোয়ার । 

Next Post Previous Post