এডেন কোন দেশের সমুদ্র বন্দর
প্রশ্নঃ এডেন কোন দেশের সমুদ্র বন্দর ?
ক. ইরান
খ. ইয়েমেন
গ. ওমান
ঘ. চীন
উত্তরঃ খ) ইয়েমেন ।
ব্যাখ্যাঃ এডেন হলো " ইয়েমেন " এর সমুদ্র বন্দর । এডেন ইয়েমেনের বন্দন নগরী ও অস্থায়ী রাজধানী । যদিও এ শহরটি অনেক বড় কিন্তু এটিতে এখনও কোন প্রাকৃতির সম্পদ নেই । তবে অ্যাডেনের এডেনট্যাংক নামক জলাধার রয়েছে ।