বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক কে ?

প্রশ্নঃ  বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক কে ? 

প্রশ্নঃ  এশিয়া মহাদেশে সর্বপ্রথম কুরআনের অনুবাদ করেন কে ? 

প্রশ্নঃ  কোরআন শরীফের সর্বপ্রথম অনুবাদ করেন কে ? 

প্রশ্নঃ  মুসলমানদের মধ্যে সর্বপ্রথম কোরআন বাংলা অনুবাদ করেন কে ? 


ক.  মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী

খ.  মাওলানা আকরামখা

গ.  ভাই গিরিশচন্দ্র সেন

ঘ.  কেশব চন্দ্র সেন


উত্তরঃ  গ)  ভাই গিরিশচন্দ্র সেন । 


ব্যাখ্যাঃ  কোরআন শরীফের সর্বপ্রথম অনুবাদ করেন  " ভাই গিরিশচন্দ্র সেন " । তিনি ১৮৮১ থেকে ১৮৮৬ সাল পর্যন্ত ছয় বছরের সাধনা ও পরিশ্রমে টিকাসহ কোরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন । ১৮৩৫ সালে নারায়ণগঞ্জ জেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণকারী গিরিশচন্দ্র সেন ১৮৭১ সালে ব্রাহ্ম ধর্মে দীক্ষা লাভ করেন । তিনি ১৫ আগস্ট , ১৯১০ সালে মৃত্যুবরণ করেন । 







Next Post Previous Post