যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে ২০২৩ ?
প্রশ্নঃ যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে ২০২৩ ?
প্রশ্নঃ ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে ২০২৩ ?
প্রশ্নঃ যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কে ?
ক. লিজ ট্রাস
খ. ঋষি সুনক
গ. পেনি মরডান্ট
উত্তরঃ ঋষি সুনক ।
ব্যাখ্যাঃ যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হলেন (২০২৩) " ঋষি সুনক " । প্রথম ব্রিটিশ এশিয়ান এবং এক শতকের মধ্যে সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনক । ৪২ বছর বয়সী ঋষি সুনাকের ডাক নাম ' ডিশি ' । ঋষি সুনক হচ্ছেন ভারতীয় বংশদ্ভূত । ২০২০ সালে রবিন জনসন তাকে ' চ্যান্সেলর অব এক্সচেকার ' হিসেবে নিয়োগ দেন ।