সমরেশ মজুমদার এর জন্ম কত সালে ?

প্রশ্নঃ  সমরেশ মজুমদার এর জন্ম কত সালে ? 


ক.  ১৯৪৭

খ.  ১৯৪২

গ.  ১৯৫৯

ঘ.  ১৯৬৭


উত্তরঃ  ১৯৪২ সালে  । 


ব্যাখ্যাঃ  সমরেশ মজুমদার এর জন্ম  " ১০ মার্চ , ১৯৪২ সালে  " ।  তিনি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গায়েরকাটায় জন্মগ্রহণ করেন ।  তিনি ছিলেন খ্যাতনামা কথাসাহিত্যিক । তার লেখালেখি শুরু গ্রুপ থিয়েটার ও নাটক লেখার মধ্য দিয়ে । তার প্রথম গল্প : ' অন্যমাত্রা '( ১৯৬৭) । প্রথম উপন্যাস : ' দৌড় ' (১৯৭৫) ।  প্রথম লেখা ছাপা : ১৯৬৭ সালে ' দেশ ' পত্রিকায় ।  উল্লেখযোগ্য উপন্যাস :  উত্তরাধিকার , কালবেলা , কালপুরুষ , গর্ভধারিণী , সাতকাহন , তেরো পার্বণ , স্বপ্নের বাজার , উজান গঙ্গা , ভিক্টোরিয়ার বাগান , আট কুঠুরি নয় দরজা , অনুরাগ ইত্যাদি  । 

Next Post Previous Post