চলিত ভাষার সৃষ্টি হয়েছে কখন ?
প্রশ্ন: চলিত ভাষার সৃষ্টি হয়েছে কখন ?
ক. ১৮৫৪ খ্রি.
খ. ১৯৫৪ খ্রি.
গ. ১৮১৪ খ্রি.
ঘ. ১৯১৪ খ্রি.
উত্তর: (ঘ) ১৯১৪ খ্রি. ।
ব্যাখ্যা: সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে । বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয় । এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। প্রমথ চৌধুরী ' হালখাতা ' গদ্যগ্রন্থে প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটনা । তিনি ১৯১৪ সালে প্রকাশিত ' সবুজপত্র ' পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রয়োগকে প্রতিষ্ঠা করেন । ফলে ১৯১৪ সালে চলিত ভাষা সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয় । বিশ শতকের মাঝামাঝি সময়ে চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে । একুশ শতকের সূচনাকালে এই চলিত রীতিরই নতুন নাম হয় " প্রমিত রীতি " ।