নিচের কোনটি যৌগিক বাক্য ?
প্রশ্ন: নিচের কোনটি যৌগিক বাক্য ?
ক. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন ।
খ. মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন ।
গ. ছেলেটি চঞ্চল তবে মেধাবী ।
ঘ. দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না ।
উত্তর: (গ) ছেলেটি চঞ্চল তবে মেধাবী ।
ব্যাখ্যা: দুই বা ততোধিক বাক্য যখন " ও , এবং , আর , কিন্তু , তবে , তথাপি " ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে তখন তাকে যৌগিক বাক্য বলে । উল্লেখ্য , যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য থাকে । সুতরাং " ছেলেটি চঞ্চল তবে মেধাবী " বাক্যটি একটি যৌগিক বাক্য ।