' সোনার তরী ' কবিতাটি কোন ছন্দে রচিত ?
প্রশ্ন: ' সোনার তরী ' কবিতাটি কোন ছন্দে রচিত ?
ক. অক্ষরবৃত্ত
খ. স্বরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর
উত্তর: (গ) মাত্রাবৃত্ত ছন্দে ।
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের " সোনার তরী " (১৮৯৪) কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা " সোনার তরী " যা মাত্রাবৃত্ত ছন্দে রচিত । এ কবিতায় কবি জীবন ও কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা বলেছেন ।