২০২৩ শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কে ?
প্রশ্ন: ২০২৩ শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কে ?
প্রশ্ন: ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কে ?
প্রশ্ন: 2023 সালে শান্তিতে নোবেল বিজয়ী কে ?
প্রশ্ন: ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে ?
ক. সামিয়া সাত্তার - কাতার
খ. নাজিয়া মোহাম্মদ - জর্ডান
গ. নার্গিস মোহাম্মদী - ইরান
ঘ. মোহাম্মদী ফারিসা - কুয়েত
উত্তর: (গ) নার্গিস মোহাম্মদী - ইরান ।
ব্যাখ্যা: ২০২৩ শান্তিতে নোবেল পুরস্কার পেলেন " নার্গিস মোহাম্মদী " । ইরানে নারী নিপিড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার লড়াইয়ে অবদান রাখায় নার্গিস মোহাম্মদীকে চলতি বছর (২০২৩) শান্তিতে নোবেল পুরষ্কার দেওয়া হয় । পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানিয়েছে , সাহসী সংগ্রাম অব্যাহত রাখতে নার্গিস মোহাম্মদীকে অভাবনীয় মূল্য দিতে হয়েছে । ইরান সরকার তাকে ১৩ বার গ্রেফতার করেছে ও ৫ বার দোষী সাব্যস্ত করেছে এবং সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে । এছাড়াও তাকে ১৫৪ টি বেত্রাঘাত করা হয়েছে । বর্তমানে তিনি এখনও কারাবন্দী আছেন । নার্গিস মোহাম্মদী ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের জানজান শহরে জন্ম গ্রহণ করেন । তিনি ইমাম খোমেনী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন এবং পদার্থ বিজ্ঞানে ডিগ্রি লাভ করেন । তিনি শিক্ষা জীবন থেকেই সংবাদপত্রে নারীর অধিকার নিয়ে লেখালেখি করে আসছেন ।