শুদ্ধ বাক্য কোনটি ?
প্রশ্ন: শুদ্ধ বাক্য কোনটি ?
ক. দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
খ. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
গ. দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
ঘ. দুর্বলবশত অনাথা বসে পড়ল
উত্তর: (খ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল ।
ব্যাখ্যা: এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে " দুর্বলতাবশত অনাথা বসে পড়ল " । অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ অনাথা । বর্তমান বানান রীতি অনুসারে শব্দের শেষে ' : ' বসে না । তাই ' দুর্বলতাবশতঃ ' এর শুদ্ধরূপ ' দুর্বলতাবশত ' ।