বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় ?
প্রশ্ন: বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় ?
ক. রানীগঞ্জে
খ. বিজয়পুরে
গ. বিয়ানী বাজারে
ঘ. টেকেরহাটে
উত্তর: (খ) বিজয়পুরে ।
ব্যাখ্যাঃ
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে ' বিজয়পুরে ' ।
পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (বর্তমান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) ১৯৫৭ সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভেদিকুরা নামক স্থানে প্রথম সিনেমাটির সন্ধান লাভ করে । এই সিনেমাটিকে বিজয়পুর চিনামাটি নামকরণ করা হয় ।