পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল ?

প্রশ্ন:  পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল ? 


ক.  ধর্মপাল বিহার 

খ.  শ্রী বিহার 

গ.  জগদ্দল বিহার 

ঘ.  সোমপুর বিহার 


উত্তর:  (ঘ) সোমপুর বিহার  । 


ব্যাখ্যাঃ

পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি  " সোমপুর বিহার " নামে পরিচিত ছিল । 

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধ বিহারের নাম পাহাড়পুর বা সোমপুর বিহার । 

সোমপুর বিহারের নির্মাতা ছিলেন  'ধর্মপাল' । ধর্মপাল হলো পাল বংশের শ্রেষ্ঠ রাজা  ।  

মধ্যযুগীয় সময়ের সবচেয়ে বড় বিহার ছিলো " সোমপুর বিহার " । 

Next Post Previous Post