গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কখন ?
প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কখন ?
ক. ২৬ মার্চ , ১৯৭৩
খ. ১৭ এপ্রিল , ১৯৯১
গ. ১৬ ডিসেম্বর , ১৯৭২
ঘ. ৭ মার্চ , ১৯৭২
উত্তর: (গ) ১৬ ডিসেম্বর , ১৯৭২ সালে ।
ব্যাখ্যাঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় " ১৬ ডিসেম্বর , ১৯৭২ সালে । ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে । এ অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান কমিটি গঠন করা হয় । এ কমিটির সভাপতি ছিলেন আইন ও সংসদীয় মন্ত্রী "ড. কামাল হোসেন " । এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা । কমিটি ৭১ টি অধিবেশনে মিলিত হয় স্বীয় দায়িত্ব পালন করে এবং ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে , যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে কার্যকর হয় ।