বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল কত সালে ?

প্রশ্ন:  বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল কত সালে ? 

প্রশ্ন:  বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়ছিল কত সালে ? 


ক.  ১০ জানুয়ারি , ১৯৭২

খ.  ১৭ এপ্রিল , ১৯৭১

গ.  ২৬ মার্চ , ১৯৭১

ঘ.  ১১ এপ্রিল , ১৯৭১


উত্তর:  (খ) ১৭ এপ্রিল , ১৯৭১ সালে । 


ব্যাখ্যাঃ

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল " ১৭ এপ্রিল , ১৯৭১ সালে  " । মুজিবনগরে ১০ এপ্রিল ১৯৭১ সালে অস্থায়ী সরকার গঠিত হয় । এখানে ১৭ এপ্রিল , ১৯৭১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে । ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ গণপরিষদের ক্ষমতা বলে ও তদধীনে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি অধ্যাপক এম ইউসুপ আলী । তিনিই ঘোষণাপত্রটি পাঠ করেন । 




Next Post Previous Post