বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ?
প্রশ্ন: বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ?
ক. রামপালে
খ. চট্টগ্রামে
গ. সোনারগাঁওয়ে
ঘ. বগুড়ায়
উত্তর: (গ) সোনারগাঁওয়ে ।
ব্যাখ্যাঃ
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর 'সোনারগাঁওয়ে ' অবস্থিত ।
বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ ( নকশী কাঁথা , মাটির পাত্র , বেত , কাঁসা , মুসলিম বস্ত্র , তৈজপত্র ইত্যাদি ) সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে ।
১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে " শিল্পাচার্য জয়নুল আবেদিন " জাদুঘর করা হয়েছে ।