বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?

প্রশ্ন:  বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?


ক.  নেত্রকোনায়

খ.  মহাস্থানগড়ে

গ.  শাহজাদপুরে

ঘ.  রামপালে


উত্তর:  (খ) মহাস্থানগড়ে  । 


ব্যাখ্যাঃ

বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার ' মহাস্থানগড়ে ' । 

বিখ্যাত  "শাহ সুলতান বলখী মাহীসাওয়ার " ক্ষত্রীয় নরপতি পরশুরামকে পরাজিত করে এখানে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেন । তার মাজারটি বগুড়া শহর থেকে ১০ কিলোমিটার দূরে মহাস্থানের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত ।  

মহাস্থানগড় এর প্রধান নিদর্শনগুলো হল বৈরাগী ভিটা , গোবিন্দ ভিটা , খোদাই পাথর ভিটা , সভাবাটি , শীলা দেবীর ঘাট , পরশুরামের প্রাসাদ ইত্যাদি  । 





Next Post Previous Post