পাখি ছাড়া 'বলাকা' ও 'দোয়েল' নামে পরিচিত হচ্ছে কি ?

প্রশ্ন:  পাখি ছাড়া 'বলাকা' ও 'দোয়েল' নামে পরিচিত হচ্ছে কি ? 


ক.  দু'টি উন্নত জাতের ধানশস্য

খ.  দু'টি উন্নত জাতের গমশস্য

গ.  দু'টি উন্নত জাতের ভুট্টাশস্য

ঘ.  দু'টি উন্নত জাতের ইক্ষু


উত্তর:  (খ) দু'টি উন্নত জাতের গমশস্য  । 


ব্যাখ্যাঃ

    পাখি ছাড়া 'বলাকা' ও 'দোয়েল' নামে পরিচিত হচ্ছে " দু'টি উন্নত জাতের গমশস্য " । 

বলাকা ও দোয়েল ছাড়াও উন্নত জাতের আরো কিছু গম শস্য হলো সোনালিকা , আকবর , আনন্দ , কাঞ্চন , বরকত , অগ্রণী , ইরিনা ৬৬ , জোপটেকো   । 


Next Post Previous Post