'অগ্নিশ্বর' , 'কানাইবাঁসি' , 'মোহনবাঁশী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম ?
প্রশ্ন: 'অগ্নিশ্বর' , 'কানাইবাঁসি' , 'মোহনবাঁশী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম ?
ক. জামরুল
খ. পেঁপে
গ. কলা
ঘ. পেয়ারা
উত্তর: (গ) কলা ।
ব্যাখ্যাঃ
'অগ্নিশ্বর' , 'কানাইবাঁসি' , 'মোহনবাঁশী' ও 'বীটজবা' হচ্ছে উন্নত জাতের 'কলার' নাম ।
এছাড়াও বাংলাদেশে আরো কিছু জাতের কলা চাষ হয় , যেমন - অমৃতসাগর , মেহেরসাগর , সবরি , সিঙ্গাপুরী , চাঁপা ইত্যাদি ।