ক্রিয়া পদের মূল অংশকে কি বলা হয় ?

প্রশ্ন:  ক্রিয়া পদের মূল অংশকে কি বলা হয় ? ক.  প্রত্যয় খ.  বিভক্তি গ.  ধাতু  ঘ.  কারক উত্তর:  (গ) ধাতু  ।  ব্যাখ্যা:  ক্রিয়া পদের মূল অংশ কে বলা হয় ‘ ধাতু ‘ । বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় , তাদের বিভক্তি বলেন । ক্রিয়া পদের … Read more

শুদ্ধ বাক্য কোনটি ?

প্রশ্ন:  শুদ্ধ বাক্য কোনটি ?  ক.  দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল খ.   দুর্বলতাবশত অনাথা বসে পড়ল গ.  দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল ঘ.  দুর্বলবশত অনাথা বসে পড়ল উত্তর:  (খ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল  ।  ব্যাখ্যা:  এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে ” দুর্বলতাবশত অনাথা বসে পড়ল ” । অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ অনাথা । বর্তমান বানান রীতি অনুসারে শব্দের শেষে  ‘ … Read more

‘ উভয়কুল রক্ষা ‘ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?

প্রশ্ন:  ‘ উভয়কুল রক্ষা ‘ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?  ক.  বোঝার উপর , শাকের আঁটি খ.  কারো পৌষ মাস , কারো সর্বনাশ গ.   সাপও মরে ,  লাঠিও না ভাঙ্গে ঘ.  চাল না চুলো , ঢেঁকী না কুলো উত্তর:  (গ) সাপও মরে ,  লাঠিও না ভাঙ্গে ।  ব্যাখ্যা:  ‘ উভয়কুল রক্ষা ‘ অর্থে ব্যবহৃত প্রবচনটি হলো ” … Read more

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি ?

প্রশ্ন:  গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি ?  ক.  মডা দাহ খ.  শবদাহ গ.  শবমডা ঘ.  শব পোড়া  উত্তর:  (খ) শবদাহ  ।  ব্যাখ্যা:  গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ হচ্ছে  ‘ শবদাহ ‘ । তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগে কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হয় । এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায় । শব পোড়া – শব (তৎসম শব্দ) … Read more

‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা হতে ?

প্রশ্ন:  ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা হতে ?  ক.  আরবি ভাষা হতে  খ.  দেশী ভাষা হতে  গ.  পর্তুগিজ ভাষা হতে  ঘ.  ওলন্দাজ ভাষা হতে  উত্তর:  (গ) পর্তুগিজ ভাষা হতে  ।  ব্যাখ্যা:  আনারস , চাবি, আলপিন , আলমারি, গুদাম, পাউরুটি , বালতি এ রকম শতাধিক বা তারও বেশি পর্তুগিজ শব্দ … Read more

ধ্বনি – পরির্বতনের নিয়মে কোনটি বর্ণ – বিপর্যয় – এর দৃষ্টান্ত ?

প্রশ্ন:  ধ্বনি – পরির্বতনের নিয়মে কোনটি বর্ণ – বিপর্যয় – এর দৃষ্টান্ত  ?  ক.  কবাট খ.  পিচাশ  গ.  রতন  ঘ.  মুলুক  উত্তর:  (খ) পিচাশ  ।  ব্যাখ্যা:  ধ্বনি – পরির্বতনের নিয়মে  ‘ পিচাশ ‘  বর্ণ – বিপর্যয় – এর দৃষ্টান্ত ।  শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে । যেমন – পিশাচ > … Read more

নিচের কোনটি যৌগিক বাক্য ?

প্রশ্ন:  নিচের কোনটি যৌগিক বাক্য ? ক.  তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন ।  খ.  মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন ।  গ.  ছেলেটি চঞ্চল তবে মেধাবী ।  ঘ.  দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না ।  উত্তর:  (গ) ছেলেটি চঞ্চল তবে মেধাবী ।  ব্যাখ্যা:  দুই বা ততোধিক বাক্য যখন  ” ও , এবং … Read more

চলিত ভাষার সৃষ্টি হয়েছে কখন ?

প্রশ্ন:  চলিত ভাষার সৃষ্টি হয়েছে কখন ? ক.  ১৮৫৪ খ্রি. খ.  ১৯৫৪ খ্রি. গ.  ১৮১৪ খ্রি. ঘ.  ১৯১৪ খ্রি. উত্তর:  (ঘ) ১৯১৪ খ্রি.  ।  ব্যাখ্যা:  সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে । বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয় । এটি তখন চলিত রীতি নামে … Read more

ভাষার উপাদান কয়টি ?

প্রশ্ন:  ভাষার উপাদান কয়টি ?  ক.  ৬ টি খ.  ৩ টি গ.  ৪ টি ঘ.  ৫ টি উত্তর:  (গ) ৪ টি ।  ব্যাখ্যা:  মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে ভাষা বলে । ভাষার উপাদান  ” ৪ টি ” । যথা: ১. ধ্বনি , ২. শব্দ , ৩. অর্থ , ৪.  বাক্য  । 

নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ ?

প্রশ্ন:  নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ ? ক.  সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম ।  খ.  আপনি পরিবারে আমন্ত্রিত ।  গ.  আমি কারও সাথেও নেই , সতেরোতেও নেই ।  ঘ.  তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল ।  উত্তর:  (ঘ) তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল ।  ব্যাখ্যা:  ” তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল ”  বাক্যটি প্রয়োগগত … Read more